এস ভি ডেস্ক: রাজা-মহারাজাদের অনেকজন রানী থাকতেন – এটা একটা স্বাভাবিক ব্যাপার যা সকলেরই জানা। কিন্তু বর্তমানে কোনো পুরুষের ১৩ জন স্ত্রী থাকতে পারেন, এটা কিন্তু বেশ অস্বাভাবিক। তার ওপর আবার সেই ১৩ জন স্ত্রীকে একই সাথে গর্ভবতী করার ঘটনা তো সত্যিই বিরল। তবে ঘটনাটি সম্পূর্ণ সত্যি।
ডেলি মেলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় যে ওই ব্যক্তি একসঙ্গে ১৩ জন স্ত্রীকে গর্ভবতী বানিয়ে ১৩ জন সন্তানের বাবা হতে চলেছেন। ঘটনাটি আবার বিশ্ব রেকর্ডের খাতায় স্থানও পেয়েছে।কোনো অলৌকিক জল্পনা নয়, বাস্তবেই ১৩ জন স্ত্রীকে অন্তঃসত্ত্বা বানিয়ে এমনিও অদ্ভুত কান্ড ঘটালেন ওই ব্যক্তি।
আরও অবাক করার ব্যাপারটি হলো ১৩ জন স্ত্রীই তাদের একমাত্র স্বামীকে নিয়ে বেশ গর্বিত। স্বামীকে খুবই ভালোবাসেন তারা। তার ওপর সন্তান সম্ভব হয়ে আরও খুশিতে মেতে উঠেছেন সকলেই। প্রিয় স্বামীকে নয় ক্যামেরার সামনে সকলেই মিলে পোজ দিচ্ছেন। সত্যি বাস্তবে এরকম ঘটনা ভাবাই যায়না।