February 27, 2021, 7:05 pm
এস ভি ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা মহিলা পরিষদ।
একই সাথে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বহাল রাখার প্রতিবাদও করেছে সংগঠনটি।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মহিলা পরিষদ সভানেত্রী আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত, অধ্যক্ষ আবদুল হামিদ, মাধব দত্ত, এড. আবুল কালাম আজাদ, মরিয়ম মান্নান, ফলুদা খাতুন, মিষ্টি বেগম, নাজমুল আলম মুন্না প্রমুখ।
All rights reserved © Satkhira Vision