March 8, 2021, 6:23 pm
এস ভি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর দুই নম্বর রোডে ‘ক্ষণিকা’ নামে একটি পাঁচতলা বাড়ির ছাদ থেকে ৮৫ বছর বয়সের এক বৃদ্ধা পরে গিয়েও বেঁচে আছেন। মহিলার নাম জানা না গেলেও তিনি ওই বাড়িটির মালিক বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ জুলাই) বিকাল ৬ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী চিকিৎসক শেহলিন বলেন, ‘আমি ছেলেকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম, উপরে তাকাতেই দেখি ওই বৃদ্ধ মহিলা পাঁচতলা ছাদের কার্নিশে বসে আছেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি নিচে পরে যান। ভাগ্য ভালো নিচে একটি গাছ ছিল। তাই খুব বেশি ক্ষতি হয়নি।’
স্থানীয়রা জানান, ‘বৃদ্ধা মহিলার পেছনে কেউ ছিল কি না দেখা যায়নি। তাছাড়া এই বাড়ির সবাই অনেক ভালো। হয়তো মহিলাটি মানসিক ভাবে অসুস্থ।’
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ বলেন, ‘স্থানীয়রা বলছে বাড়িটির ভাড়াটিয়া যারা আছেন সবাই ভালো। এমনকি বাড়ির মালিকেরও খুব প্রশংসা করেছে অনেকে। তবে, এতো বৃদ্ধ একটা মহিলা ওখানে গিয়ে কিভাবে বসলো সেটা বুঝা যাচ্ছে না। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।’
All rights reserved © Satkhira Vision