দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এক কলেজ ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দেবহাটা থানায় ইউডি মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আজিজার রহমানের মেয়ে সখিপুর কেবিএ কলেজের এইচ.এস.সি ২য় বর্ষের ছাত্রী কুয়াশা পারভিন তুয়া (১৭) নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বৃহষ্পতিবার সকালে তুয়ার ঘরে গলায় ওড়না দেয়া অবস্থায় দেখে তার পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়।