April 11, 2021, 9:42 pm
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কাজিরহাট বাজারে কয়েকটি কীটনাশক ও মুদি দোকানে বিভিন্ন অভিযোগে ৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহষ্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
জানা গেছে, কাজিরহাট বাজারের সার ব্যবসায়ী সাজ্জাদ ট্রেডার্সে লাইসেন্স নবায়ন না থাকায় দুই হাজার টাকা, সোনালী স্টোরের মালিক রশিদকে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে এক হাজার পাঁচশত টাকা ও ফারুক স্টোরকে একই কারণে দুই হাজার টাকা, এবং ইব্রাহিম স্টোরকে এক হাজার পাঁচশত টাকাসহ সর্বমোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও অফিসের বেঞ্চসহকারী আব্দুল মান্নানসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলা মহিলা বিষয়ক দপ্তর কর্তৃক আয়োজিত ওএঅ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান, দারিদ্র মায়ের জন্য মাতৃত্ব কালীন ভাতা প্রদান কর্মসূচী বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
All rights reserved © Satkhira Vision